Advertisement
Advertisement
জওয়ান

যুবককে পিটিয়ে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে, রণক্ষেত্র বালুরঘাট

পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

A youth beaten to death by BSF jawan in Balurghat
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 16, 2020 1:54 pm
  • Updated:March 16, 2020 1:54 pm  

রাজা দাস, বালুরঘাট: BSF জওয়ানের মারে যুবকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

বালুরঘাটের ঠাকুরপুরার চকশীতল এলাকার বাসিন্দা অলোক বর্মণ। সূত্রের খবর, পাচারকারী সন্দেহে রবিবার রাতে তাঁকে কুমারগ্রাম বিওপিতে নিয়ে যায় ১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সকালে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় গ্রামে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ওই যুবকের পরিবার ও প্রতিবেশীরা। কয়েকশো গ্রামবাসী একত্রিত হয় ওই জওয়ানদের বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: মাস্ক ছাড়া পথে নয়, করোনা সংক্রমণ রুখতে বর্ধমানে সফল সচেতনতা প্রচার]

তাঁদের অভিযোগ, মারধরের জেরেই মৃত্য হয়েছে ওই যুবকের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও দফায় দফায় চলছে বিক্ষোভ। তবে এবিষয়ে মুখ খোলেনি পুলিশ ও জওয়ানরা। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার।

[আরও পড়ুন: ‘স্বীকৃতি সম্মেলন’-এ প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, সম্মানিতদের তালিকায় আপত্তি তৃণমূলের একাংশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement