গোবিন্দ রায়, বসিরহাট: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। তারপর প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে ভিন রাজ্যে পাচারের ছক। পরিকল্পনা বানচাল করল বাদুড়িয়া (Baduria) থানার পুলিশ। সুরাটের চক বাজার এলাকা থেকে গ্রেপ্তার রোমিও পাচারকারী সাহাবুদ্দিন গাজি। উদ্ধার নাবালিকাকে শিশু সুরক্ষা কমিশনের মাধ্যমে হোমে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সাহাবুদ্দিনের সঙ্গে পরিচয় বাদুড়িয়ার বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রীর। নিজের পরিচয় গোপন রেখেছিল ওই যুবক। পরে প্রেমের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে নিয়ে পাড়ি দেয় ভিন রাজ্যে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গুজরাটে রয়েছে তারা।
সেই মতো মোবাইলের টাওয়ার লোকেশন ধরে গুজরাটের (Gujarat) চক বাজারে পৌঁছয় বাদুড়িয়া থানার চার সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে তাদেরকে ধরে বুধবার স্থানীয় আদালতে পেশ করা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বাদুড়িয়ায়। শনিবার বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই নাবালিকাকে অন্যত্র পাচারের ছক ছিল ওই যুবকের। বসিরহাটের লক্ষণকাঠি এলাকার বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একাধিক মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল পুলিশের কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.