সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফেসবুকে বন্ধুত্ব থেকে প্রেম। কিছুদিনের মধ্যেই প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিল কিশোরী। মেয়ের সন্ধান না পেয়ে ঝালদা থানায় অপরহরণের মামলা করে পরিবার। প্রায় সাড়ে চার মাস পর মোবাইলের ফোনের সূত্র ধরে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার প্রেমিককেও।
সেপ্টেম্বরের শেষের দিকে ফেসবুকে বুদ্ধেশ্বর পরিহারের সঙ্গে পরিচয় হয় ওই নাবালিকার। ধীরে ধীরে কোটশিলার মুরগুমার বুদ্ধেশ্বরের সঙ্গে সম্পর্কে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই কিশোরী। এরপর ১ অক্টোবরে বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। কিন্তু কোথাও মেয়ের হদিশ না পেয়ে বাধ্য হয়ে ঝালদা থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর বাবা। এরপরই শুরু হয় তদন্ত। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে সূদূর বেঙ্গালুরুর আভালাহাল্লিতে রয়েছে ওই কিশোরী। নিশ্চিত হয়েই বেঙ্গালুরু পুলিশের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁর প্রেমিককে।
শুক্রবার ধৃত যুবককে বেঙ্গালুরু থেকে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে ঝালদায় নিয়ে আসা হয়। শনিবার ওই প্রেমিক-সহ তার নাবালিকা প্রেমিকাকেও পুরুলিয়া আদালতে তোলে। ধৃত প্রেমিকের ঠাঁই হয় শ্রীঘরে। আর নাবালিকাকে পাঠানো হয়েছে পুরুলিয়ার উপকন্ঠে শিমুলিয়ার আনন্দমঠ জুভেনাইল হোমে। দীর্ঘদিন পর অবশেষে মেয়ের খবর পেয়ে স্বস্তিতে পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, অপহরণের অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক।
ছবি: সুনীতা সিং
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.