প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বলছে পদ্মাপাড়। তারই মাঝে ফের রাজ্যে মিলল জঙ্গির হদিশ। আরামবাগের সানাপাড়া থেকে এক যুবককে জঙ্গি সন্দেহে পাকড়াও করে এনআইএ। সন্দেহ করা হচ্ছে, পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত সে। শুক্রবার সকালে তদন্তকারী আধিকারিকরা সাবিরউদ্দিন নামে এলাকার এক যুবকের বাড়িতে হানা দেয়। কলকাতার এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়েছে যুবককে। তার বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ টাকা, মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সাবিরউদ্দিনের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে তা মানতে পারছেন না তার প্রতিবেশীরা।
এনআইএ সূত্রে খবর, শেখ সুলতান সালহউদ্দিন আয়ুবিকে জেরা করে নানা তথ্য পান তদন্তকারীরা। সেই ভিত্তিতে শুক্রবার সকাল থেকে মোট ৮ রাজ্যের ১৯টি জায়গায় তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা। বাংলার আরামবাগের পাশাপাশি বিহার, অসম,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরে তল্লাশি চালান তদন্তকারীরা। আরামবাগে জইশ জঙ্গি সন্দেহে সাবিরউদ্দিনকে জিজ্ঞাসাবাদও করছেন এনআইএ আধিকারিকরা।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে জ্বলছে বাংলাদেশ। ইউনূসের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। আর সেই সুযোগে পদ্মাপাড়া আনসারুল্লা বাংলা-সহ একাধিক জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। এদিকে, গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমারও। জানা যাচ্ছে, বাংলাদেশ সীমান্তে মায়ানমারের অন্যতম বড় শহর মংডু দখল করেছে বিদ্রোহীরা। এমতাবস্থায় মায়ানমার থেকে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শরণার্থীদের ভিরে মিশে রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রদেশের ভয়ও থাকছে। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলায় জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। সে কারণে শুক্রবার এনআইএ হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.