চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: নতুন বছরের শুরুতেই ভাগ্য পরীক্ষার খেলায় ১ কোটি টাকা জিতলেন মুর্শিদাবাদের বড়ঞার দুই বন্ধু। যদিও তাদের দু’জনকে বন্ধু বললে হয়তো ভুল হবে। কারণ, একজনের বয়স ৭০ ও অপরজনের বয়স মাত্র ৩০। তবুও তারা নিজেদেরকে বন্ধু বলেই দাবি করেছেন।
সূত্রের খবর, কোটি টাকা বিজেতা বছর সত্তরের সাহাদ্দুলা শেখ বড়ঞ্চার বাসিন্দা। একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুর পর অনটন ছিল নিত্যসঙ্গী। অন্যদিকে, লটারি বিজেতা হাসিবুল আলির বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্রামে। তাঁর একটি ছোটো কাপরের দোকান রয়েছে, কিন্তু তার লটারি কাটার নেশা ছিল না বললেই চলে। বুধবার পাশের গ্রাম বাহাদুরপুরে গিয়ে একটি চায়ের দোকানে বসেছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ছিলেন বছর ৩০-র হাসিবুল আলি।
চায়ের দোকানে বসে তাঁরা লটারির টিকিট কাটার পরিকল্পনা করে। বছরের প্রথম দিনে সাহাদ্দুলা শেখের পরামর্শ মতো শেয়ারে একটি টিকিট কেটেও ফেলেন তাঁরা। ভাবতেও পারেননি এভাবে ভাগ্যের শিঁকে ছিঁড়বে। বৃহ্স্পতিবার সকালে টিকিট মেলাতে গিয়েই চক্ষুচড়কগাছ। ১ কোটি টাকা জিতে গিয়েছেন তাঁরা। কিন্তু এখনও এই জয়ের কথা বিশ্বাসই করতে পারছেন না ওই ২ জন।
সাহাদ্দুলা সেখ জানিয়েছেন, “ছেলেকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলাম। কোনও কাজকর্ম করতে পারছিলাম না, কোনও রকমে কুঁড়েঘরে দিন কাটছিল। তারই মধ্যে এই পুরস্কার…..।” তিনি বলেন, “খুব আনন্দ হচ্ছে। যে কয়েকটা দিন বাঁচব, সেটা হয়তো একটু ভালভাবে খেয়ে-পড়ে বাঁচতে পারব।” অপরদিকে, হাসিবুল আলি জানিয়েছেন, “জীবনটা সবে শুরু করেছি, একটি ছোট কাপড়ের দোকান বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় তৈরি করেছি। হঠাৎ করেই ইচ্ছা হয়েছিল বছরের প্রথম দিনে লটারি কাটার। তাই বন্ধুকে নিয়ে লটারি কেটেছিলাম।” নতুন বছরে সেরা প্রাপ্তিতেই এখন মজে অসমবয়সী দুই বন্ধু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.