Advertisement
Advertisement
খুন

ডেকে নিয়ে গিয়ে নতুন জামাইকে খুন, কাঠগড়ায় শ্বশুরবাড়ি

খুনের ঘটনা ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

A youth allegedly murdered by in laws, police started investigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 17, 2019 5:20 pm
  • Updated:October 17, 2019 5:20 pm  

পলাশ পাত্র, তেহট্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। ইতিমধ্যেই যুবকের পরিবারের তরফে শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তরা।

নদিয়ার তেহ্ট্ট চাঁদেরঘাট পূর্বপাড়া এলাকার বাসিন্দা তাপস সরকার। কলকাতার একটি নামী কলেজে হোটেল ম্যানেজমেন্ট পড়তেন তিনি। পাশের পাড়া ধোপট্টের বাসিন্দা পিংকি মণ্ডলের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু প্রথম থেকেই ওই যুগলের সম্পর্ক মেনে নিতে চায়নি তরুণীর পরিবারের সদস্যরা। এরপর মাসখানেক আগে বাড়ি ছাড়ে ওই যুগল। এরপরই তরুণীর পরিবারের তরফে যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে। এই পরিস্থিতিতে বিয়ে করে নেয় ওই যুগল।

Advertisement

[আরও পড়ুন:পুলিশ হেফাজতে নির্লিপ্ত জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের মূলচক্রী উৎপল, জেরায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস]

বিয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। দুই পরিবারই তাঁদের সম্পর্ক মেনে নেয়। এরপর শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করে পিংকি। এরপর স্বাভাবিক ছন্দেই চলছিল সবকিছু। মঙ্গলবার রাতে বাইকে করে এলাকায় একটি মেলায় যায় পিংকি ও তাপস। সেখান থেকে বাড়ি ফেরে তাঁরা। জানা গিয়েছে, এরপর রাত ১০টা নাগাদ পিংকির খুড়তুতো ভাই-সহ ৪ জন তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত আর বাড়ি ফেরেনি ওই যুবক। পরিবারের তরফে খোঁজাখুঁজিও করা হয় ওই যুবককে। এরপর বুধবার বাড়ির পাঁচশো মিটার দূর থেকে উদ্ধার হয় তাপসের দেহ।

দেহ উদ্ধারের পরই যুবকের পরিবারের তরফে দাবি করা হয়, পরিকল্পনামাফিক পিংকির পরিবারের সদস্যরা তাপসকে খুন করেছে। একই অভিযোগ জানিয়েছেন খোদ পিংকিও। যদিও এই ঘটনায় তাঁর বাবা-মায়ের যোগ নেই বলেই দাবি তাঁর। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাপসের পরিবারের তরফে যুবকের শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

[আরও পড়ুন: অবৈধ খনিতে উদ্ধারকাজে নজিরবিহীন সিদ্ধান্ত প্রশাসনের, নামল এনডিআরএফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement