Advertisement
Advertisement
চোর

মোবাইল চোর সন্দেহে যুবককে বেধড়ক মার তরুণীদের, দেখুন ভিডিও

পালটা তরুণীদের মারধর করে স্থানীয়রা।

A youth allegedly lynched in Asansol on suspicion of theft
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 15, 2019 4:49 pm
  • Updated:October 15, 2019 5:03 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলের লছিপুর গেট সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বেলার দিকে ওই যুবককে প্রকাশ্যে মারধর করতে দেখা যায় ২ যুবতীকে। পরে স্থানীয়রা যুবককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

[আরও পড়ুন: ৫ মিনিটে তিন খুন! জিয়াগঞ্জের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন পুলিশ সুপার]

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আসানসোলের জিটি রোডের লছিপুর গেট সংলগ্ন এলাকায় অর্ধনগ্ন অবস্থায় এক যুবককে মারধর করতে করতে নিয়ামতপুর ফাঁড়ির দিকে নিয়ে যেতে দেখা যায় যৌনপল্লি এলাকার দুই যুবতীকে। সেই সঙ্গে অশালীন উক্তিও করছিলেন ওই যুবতীরা। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা ওই যুবতীদের পথ আটকায়। সেই সময় তারা জানায়, ওই যুবক মোবাইল চোর। ওই দুই তরুণীর তিনটি মোবাইল চুরি করেছে সে। এদিন হাতে নাতে যুবককে ধরে ফেলে তারা। সেই কারণেই মারধর করতে করতে তারা নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যাচ্ছে ওই যুবককে।

Advertisement

এরপর কোনক্রমে ওই যুবতীদের হাত থেকে আক্রান্ত যুবককেকে উদ্ধার করে স্থানীয়রা। ক্ষোভের বশে যুবতীদের মারধরও করে স্থানীয়রা। স্থানীয়দের কথায়, অভিযুক্ত যদি সত্যিই চুরির ঘটনার সঙ্গে জড়িত হয়ে থাকে সেক্ষেত্রেও কোনওভাবেই ওই যুবতীরা আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। পাশাপাশি, যুবককে অশ্রাব্য ভাষায় গালিগালাজেরও প্রতিবাদও করেন স্থানীয়রা। জানা গিয়েছে, শেষ পর্যন্ত ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মোবাইল চোর সন্দেহে যুবককে প্রকাশ্যে এভাবে হেনস্থার ঘটনার নিন্দায় সরব হয়েছেন আসানসোলবাসী।

দেখুন ভিডিও


Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement