Advertisement
Advertisement
Tufanganj

চিংড়িহাটার পর তুফানগঞ্জ, জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে অশান্তিতে প্রাণহানি যুবকের

দুই পাড়ার লোকজনের সংঘর্ষে প্রাণহানি তাঁর।

A youth allegedly killed in Cooch Behar's Tufanganj । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 27, 2023 9:33 am
  • Updated:November 27, 2023 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিংড়িহাটার পর তুফানগঞ্জ। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে চিংড়িহাটায় প্রাণ যায় যুবকের। খুনে অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয়রা। তা নিয়ে রবিবার প্রায় দিনভর দফায় দফায় উত্তেজনা হয়ে ওঠে চিংড়িহাটা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তুফানগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা ভর্তি হাসপাতালে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

ঘটনা রবিবার রাতের। ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা হবে। জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে কোচবিহারের দুই গ্রামের বচসা বাঁধে। নিমিষেই তা হাতাহাতির রূপ নেয়। দুপক্ষ একে অপরের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ঘটনায় জখম হন উভয়পক্ষের পাঁচ জন। তাঁদের মধ্যেই ছিলেন অনুপ ডাকুয়া। তিনি তুফানগঞ্জের মেসকোকার বাসিন্দা।

Advertisement

[আরও পড়ুন: টিকিট কেলেঙ্কারি! শুভেন্দুর জমানায় পরিবহণে বিশাল দুর্নীতির হদিশ, দায়ের FIR]

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের অনুপের। বাকিদের এখনও চিকিৎসা চলছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। যাতে নতুন করে এলাকায় উত্তেজনা না ছড়ায় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে। এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। প্রায় বন্ধ দোকানপাট, বাজার।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আজই গোধূলি লগ্নে বিয়ে পরমব্রত-পিয়ার, টলিপাড়ার ‘মোস্ট এলিজিবল’ ব্যাচেলরের মাথায় টোপর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement