Advertisement
Advertisement

Breaking News

Cooch Behar

বাবাকে খুনের পর আত্মঘাতী ছেলে! স্কুলে মিলল জোড়া দেহ, ঘনীভূত রহস্য

তুমুল চাঞ্চল্য কোচবিহারে।

A youth allegedly killed his father in Cooch Behar | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 11, 2023 1:30 pm
  • Updated:August 11, 2023 1:30 pm  

বিক্রম রায়, কোচবিহার: বাবাকে খুনের পর আত্মঘাতী ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কোচবিহারের মেখলিগঞ্জে। কিন্তু কেন এই খুন? কেন আত্মহত্যা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মৃতদের নাম টফসুল হোসেন (৪৫) ও আবু বক্কর সিদ্দিক(৩০)। তাঁদের বাড়ি কোচবিহারের সুকটাবাড়িতে। মাস খানেক আগে যান মেখলিগঞ্জের কুচলিবাড়িতে। সেখানে একটি স্কুলে ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন তাঁরা। শুক্রবার এলাকার বাসিন্দারা ওই স্কুলের বারান্দায় প্রথমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিদ্যালয়ের ভিতরে আরও একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। প্রাথমিকভাবে অনুমান, বাবাকে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আবু বক্কর।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েতে রাম-বাম বোর্ড! দুই জেলায় সিপিএমের সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি]

স্থানীয় সূত্রে খবর, টফসুল ও আবু বক্করের সঙ্গে কাজ করতেন আরও এক যুবক। সে নাকি বৃহস্পতিবার গভীর রাতে স্কুল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা শ্যামাপদ অধিকারী জানান, ভোররাতে এক যুবক তার বাড়িতে যায়। জানায়, স্কুলের ভিতর বাবাকে খুন করেছে আবু বক্কর। ভয়ে কোনওক্রমে সে পালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুচলিবাড়ি থানার পুলিশ। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নেপথ্যে পারিবারিক অশান্তি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: পরপর তিন মেয়ে, রাগে স্ত্রীকে খুন করে উধাও স্বামী! চাঞ্চল্য মালদহে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement