Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

ছাগল নিয়ে অশান্তি! কান্দিতে কাকার হাতে ‘খুন’ ভাইপো

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

A youth allegedly killed by uncle in Murshidabad | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 9, 2023 10:17 am
  • Updated:October 9, 2023 10:17 am  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে অশান্তি। তাতেই কাকার হাতে ‘খুন’ হলেন ভাইপো। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার জিবন্তী অঞ্চলের দুর্গাপুর বাগানপাড়া এলাকার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোহেল শেখ (৩০)। বাড়ি দুর্গাপুর গ্রামে। জানা গিয়েছে, দুর্গাপুর গ্রামের বাসিন্দা আসাদুল শেখের ছাগল প্রতিদিন তাঁর ভাই আলমগীর শেখের বাড়িতে চলে যেত। তা নিয়ে অশান্তি লেগেই থাকত। রবিবার বিকেলে আলমগীর শেখের স্ত্রী হজিরন বিবি প্রতিবাদ করেন। প্রথমে হজিরন বিবির সঙ্গে বচসা বাধে আসাদুল শেখের স্ত্রীর। তার পর তা হাতাহাতিতে পৌঁছে যায়। যদিও সাময়িকভাবে অশান্তি মিটে যায়। এর পর রাতে নতুন করে অশান্তি বাধে।

Advertisement

[আরও পড়ুন: সকালে স্ত্রীর সঙ্গে অশান্তি, সন্ধেয় চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, শোরগোল বর্ধমানে]

অভিযোগ, আসাদুল শেখ এবং তার পরিবারের লোকেরা আলমগীর শেখ, তাঁর স্ত্রী হজিরন বিবি এবং ছেলে সহেল শেখকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। রক্তারক্তি কাণ্ড ঘটে। রাতেই মৃত্যু হয় আসাদুল শেখের ভাইপো সোহেল শেখের। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর শেখ এবং হজিরন বিবি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

[আরও পড়ুন: ঘট স্থাপনের পর থেকেই খাদ্যতালিকায় বদল, রীতি মেনে আজও বলি হয় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement