Advertisement
Advertisement
Patharpratima

দোকান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, ‘খুনে’র অভিযোগে বাবা-মাকে বেধড়ক মার উত্তেজিত জনতার

গ্রেপ্তার মৃতের মা-বাবা।

A youth allegedly killed by parents in Patharpratima, West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 2, 2022 10:33 am
  • Updated:May 2, 2022 10:35 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দোকান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগে বাবা-মাকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুরে (Gobordhanpur)। পুলিশের পরিস্থিতিতে সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও উত্তেজনা জারি রয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভময় মাইতি। বয়স ১৮ বছর। গোবর্ধনপুর কোস্টাল থানার বাসিন্দা ওই যুবক। সোমবার সকালে শখের বাজারে একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হয় শুভময়ের ঝুলন্ত দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে দোকানের বাইরে দাঁড়িয়ে শুভময়ের মা কান্নাকাটি শুরু করে। দাবি করে, তার ছেলেকে মেরে কেউ বা কারা দোকানের ভিতরে ঝুলিয়ে দিয়েছে। এতেই সন্দেহ হয় স্থানীয়দের। কারণ, দোকানের শাটার সেই সময় বন্ধ ছিল। ফলে প্রশ্ন ওঠে, বন্ধ দোকানের ভিতর ছেলের দেহ রয়েছে তা জানল কী করে ওই মহিলা।

Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান, অন্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ]

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। যুবকের মা ও বাবাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। ওই গৃহবধূকে আটকে রেখে চলে জিজ্ঞাসাবাদ। এই খবরে প্রচুর লোক জড়ো হতে থাকে শখের বাজার এলাকায়। খবর যায় গোবর্ধনপুর কোস্টাল থানায়। সঙ্গে সঙ্গে থানার ওসি অজয় চন্দ সেখানে উপস্থিত হন। পুলিশ পৌঁছাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে।

এরপর বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে। বর্তমানের ওই এলাকায় চলছে রুট মার্চ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবকের বাবা-মাকে। কিন্তু কেন নিজের সন্তানকে খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রামবাসীদের অনুমান, মারধরের কারণে ছেলে মারা গিয়েছে। এরপর প্রমাণ লোপাটে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: সামাজিক সুরক্ষা ও পেনশন চালুর দাবি, শ্রম দিবসে প্রতীকী কর্মবিরতিতে যৌনকর্মীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement