ছবি: প্রতীকী
দিব্যেন্দু মজুমদার, হুগলি: দশম শ্রেণির ছাত্রকে মারধর ও বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের চন্দরপুর এলাকায়। কিশোরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার প্রেমিকার পরিবারের উপর চড়াও হয় এলাকার বাসিন্দারা। ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কিশোরীর পরিবারের ১ সদস্যকে।
ব্যান্ডেলের চন্দনপুরের একটি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া তন্ময় নামে ওই কিশোর। জানা গিয়েছে, কিছুদিন ধরেই স্থানীয় দেবানন্দপুরের বাসিন্দা দশম শ্রেণিরই এক পড়ুয়ার সঙ্গে প্রণয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তন্ময়ের। কিশোরীর পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্কের কথা জানতে পারার পরই অশান্তির সূত্রপাত। প্রথম থেকেই তাঁদের সম্পর্ক মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার। একাধিকবার তন্ময়কে হুমকি দিয়ে সম্পর্ক থেকে সরে যেতে বলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি প্রেমিক যুগল।
জানা গিয়েছে, মঙ্গলবার ওই ছাত্রীর পরিবারের সদস্যরা তন্ময়কে বাড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকী ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে তন্ময়। এরপর কোনওক্রমে বাড়ি ফেরে সে। বাড়ি ফিরে নিজেই গোটা ঘটনার কথা জানায় তন্ময়। ক্রমশ তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় চূঁচূড়া হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় ওই কিশোরের।
কিশোরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ওই কিশোরীর বাড়িতে চড়াও হন তাঁরা। মারধর করা হয় ছাত্রীর পরিবারের সদস্যদের। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে আয়ত্তে আসে পরিস্থিতি। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে কিশোরীর পরিবারের এক সদস্যকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.