ছবি: প্রতীকী
অরিজিৎ গুপ্ত, হাওড়া: সরস্বতী পুজোর রাতে যুবককে কুপিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার নজিরগঞ্জের নেপালিপাড়া এলাকায়। পরিবারের দাবি, এলাকায় মদ্যপান ও জুয়ার প্রতিবাদ করায় এই হত্যাকাণ্ড। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবি রাই। নেপালিপাড়ার শিবমন্দির এলাকার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার অর্থাৎ সরস্বতী পুজোর রাতে বিরিয়ানি কিনতে বেরিয়েছিলেন রবি। সেই সময়ই তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার ভোরে বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দেহটি উদ্ধার করে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পাড়ার মধ্যে মদের আসর বসছিল। যা মোটেই ভালভাবে নেননি অভিযুক্তরা। তা নিয়ে অশান্তিও হয়। এসবের মাঝেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় রবিকে।
শুক্রবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে এই খুন? মৃতের এক জামাইবাবু জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকা মদ্যপদের আখড়া হয়ে উঠেছিল। তার প্রতিবাদ করেছিলেন রবি। পরিবারের অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই প্রাণ গেল যুবকের। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থল পুলিশি ঘিরে দিয়েছে। দুপুরে যায় ফরেনসিক দল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন। ইতিমধ্যেই সন্দেহভাজন সিবা ছেত্রী ও শত্রুঘ্ন নামে দুজনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করতে প্রচুর তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.