Advertisement
Advertisement
Murshidabad

চাঁদা তুলে কেনা বল কার বাড়িতে থাকবে? বচসায় বন্ধুর ঘুষি, প্রাণ গেল যুবকের

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের হুড়শি গ্রাম পঞ্চায়েতের আরিজপুরে।

A youth allegedly killed by friedn in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2024 6:23 pm
  • Updated:October 13, 2024 6:23 pm

অতুলচন্দ্র নাগ, ডোমকল: চাঁদা তুলে কেনা বল কার বাড়িতে থাকবে? তা নিয়ে বচসার সময় বন্ধুর ঘুষিতে মৃত্যু হল যুবকের। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের হুড়শি গ্রাম পঞ্চায়েতের আরিজপুরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইমন শেখ। বয়স ২০ বছর। অভিযুক্তের নাম রাজেশ শেখ। স্থানীয় সূত্রে খবর, চাঁদা তুলে ওই যুবকেরা খেলার জন্য একটা ফুটবল কিনেছিলেন। রবিবার দুপুরের দিকে পাড়ার বাগানে বন্ধুরা মিলে খেলেয এর পর বল রাখা নিয়ে ইমন ও রাজেশের মধ্যে বচসা শুরু হয়। দু’জনেই বলটি তাঁদের নিজের কাছে রাখতে চান। কথা কাটাকাটির মাঝেই ইমন রাজেশকে ধাক্কা দেয় বলে অভিযোগ। পালটা রাজেশ ধাক্কা দিতেই অশান্তি চরম আকার নেয়। এর পর একে অপরকে ঘুষি মারে।

Advertisement

রাজেশ ঘুষি মারতেই লুটিয়ে পড়েন ইমন। দ্রুত তাঁকে উদ্ধার করে ১৪ কিলোমিটার দুরে রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্রেফ বল নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement