সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: টাকা পয়সা নিয়ে বচসার জের। ভরদুপুরে সন্তোষপুর স্টেশনে ভয়ংকর কাণ্ড। এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আরেক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে রেল পুলিশ।
বিষয়টা ঠিক কী? অন্যান্য দিনের মতোই বৃহ্স্পতিবার দুপুরে যাত্রীরা ছিলেন সন্তোষপুর রেলস্টেশনে। আচমকাই টিকিট কাউন্টারের সামনে এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে দেখা যায়। মারধরের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তের। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় রেল পুলিশের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর পরই জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ আজাদ।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্তের নাম বুলবুল। সন্তোষপুর স্টেশন লাগোয়া পদিরহাটিতে তাঁর বাড়ি। বুলবুল সন্তোষপুর স্টেশনে ঘোরাফেরা করত। স্টেশনে আসা যাত্রীদের কাছে টাকা-পয়সা চাইতো। আর তা নিয়েই মূলত বচসার সূত্রপাত। জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত অশান্তিই এদিন চরম আকার নেয়। যার জেরে স্টেশনেই পিটিয়ে খুন করা হয় মহম্মদ আজাদকে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে রেল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.