Advertisement
Advertisement
Nadia

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ! পুলিশের জালে ‘গুণধর’

বধূর থেকে গয়না ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে অভিযুক্ত।

A youth accused of rape arrested by police | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 21, 2023 8:31 pm
  • Updated:May 21, 2023 8:31 pm  

বিপ্লবচন্দ্র দত্ত,কৃষ্ণনগর:চাকরি দেওয়ার নামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম শাশ্বতকুমার দে। তার বাড়ি কৃষ্ণনগরে। শনিবার রাতে ধানতলা থানার পুলিশ কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় কৃষ্ণনগর থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। সূত্রের খবর, ধানতলা থানার নারায়ণপুরের বাসিন্দা এক গৃহবধুর সঙ্গে কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল ধৃতের। সেই আলাপ থেকেই বধূকে চাকরি দেওয়ার টোপ দেয় শ্বাশত। বধূ তা বিশ্বাস করেন। সুযোগ বুঝে যুবক নগদ ৫ হাজার টাকা এবং ৮০ হাজার টাকার সোনার অলংকার হাতিয়ে নেয়। এখানেই শেষ নয়। বধূকে মায়াপুরের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণও করে বলে অভিযোগ। কিন্তু চাকরি পাননি বধূ। বেশ কিছুদিন পর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা ও গয়না ফেরত চান বধূ। কিন্তু যুবক তাতে রাজি নয়।

Advertisement

[আরও পড়ুন: দেড় মাস ধরে সেনার পরিচয়ে বাস, দুর্গাপুরে ধৃত ভুয়ো জওয়ান, উদ্ধার বহু নথি]

এরপর শুক্রবার রাতে ওই গৃহবধূ ধানতলা থানায় যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ধানতলা থানার পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে শনিবার রাতে কৃষ্ণনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে ধানতলা থানার পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানায়। যুবককে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! নানা অজুহাতে প্রতিবেশীদের থেকে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement