ছবি: প্রতীকী
নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: রাতে বাড়ি থেকে বেরিয়ে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপে খুন হল এক যুবক। শনিবার সকালে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার এক বাগান থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধল রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হৃদয় রাজোয়ার। তাঁকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছেন এলাকার বিজেপি নেতৃত্ব৷ ভোটের আগে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা আতঙ্কের পরিবেশ।
তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের বাড়ি সরডাঙার রাজোয়ার পাড়ায়। শনিবার এই খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি জেলা সভাপতি-সহ বিজেপির এক প্রতিনিধি দল। জেলা সভাপতি মহাদেব সরকার নিহত হৃদয় রাজোয়ারকে দলীয় কর্মী বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, নাকাশিপাড়া পঞ্চায়েত বিজেপি দখল করেছে। তৃণমূল এটা মেনে নিতে পারেনি। তাই প্রতিশোধ নিতে তাঁদের দলের কর্মীকে খুন করেছে তৃণমূল৷ খুনের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন বলে জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি বলেন, মানুষকে ভয় দেখানো হচ্ছে। এদিনের খুনের সঙ্গেও তৃণমূল জড়িত বলে তাঁর অভিযোগ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পেশায় জনমজুর হৃদয়। তার মদ্যপানের নেশা ছিল বলে পরিবারের মানুষজন জানাচ্ছেন৷ এলাকার এক যুবক শুক্রবার রাতে হৃদয়কে মদ কেনার জন্য টাকা দেয়। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি মেহগনি গাছের বাগানে তাঁকে নিয়ে যাওয়া হয়। গলা, বুক-সহ শরীরের বিভিন্ন অংশে কোপানো হয়। পরেরদিন সকালে বাড়ির বাইরে বেরিয়ে স্বামীর মৃতদেহ দেখেন স্ত্রী দুলালি রাজোয়ার৷ তিনিই সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের জড়ো করেন৷ মদ খাইয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে, নাকি মদের আসরে কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে বচসা থেকে খুন। কিংবা রাজনৈতিক কারণে খুন কি না, পুলিশ এসব খতিয়ে দেখছে৷বিজেপির তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে নাকাশিপাড়া তৃণমূল নেতা তথা বিধায়ক কল্লোল খাঁ’র দাবি, এই খুনের সঙ্গে তৃণমূল কোন ভাবেই জড়িত নয়। বিজেপি মিথ্যাচার করছে। ভোটের আগে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করছে। অন্যদিকে, জেলা পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন, মৃতের স্ত্রী খুনের অভিযোগ করেছেন। প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কোনও শত্রুতার কারণে হৃদয় খুন হতে পারেন। তবে তাঁর বিরুদ্ধে আগে ধর্ষণের একটি অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই সব দিক খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত৷ এলাকা থমথমে, আতঙ্কিত স্থানীয় মানুষজন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.