Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

যৌনাঙ্গ দেখিয়ে অশালীন ইঙ্গিত! জলপাইগুড়ির ছাত্রী হস্টেলের ঘটনায় গ্রেপ্তার যুবক

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যুবককে চিহ্নিত করে পুলিশ।

A young man arrests for allegedly showing private part in Jalpaiguri
Published by: Sayani Sen
  • Posted:February 24, 2025 5:01 pm
  • Updated:February 24, 2025 5:01 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখিয়ে আপত্তিকর ঈঙ্গিত। অভিযোগ পেয়েই অভিযুক্ত যুবককে গ্রাম থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ধৃত যুবক রকি মহম্মদ। জলপাইগুড়ির পাহাড়পুরের সাখের পাড়া গ্রামের বাসিন্দা। বছর বাইশের ওই যুবক আগেও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়। বেশ কিছুদিন জেলও খাটে। অভিযোগ, শনিবার দুপুরে জলপাইগুড়ি গর্ভনমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করছিল। ছাত্রীরা নিরাপত্তাকর্মীদের খবর দেন। নিরাপত্তাকর্মীরা খবর পেয়ে দৌড়ে আসেন। বিপদ বুঝে পালিয়ে যায় যুবক। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, “অত্যন্ত কুরুচিকর ঘটনা। পুলিশকে ঘটনার কথা জানানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে।”

Advertisement

বিরাট এলাকায় জলপাইগুড়ি গর্ভনমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজ ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা হস্টেল রয়েছে। ক্যাম্পাসের বেশিরভাগ জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরা। তবে বেশ কিছু জায়গা অরক্ষিত। মনে করা হচ্ছে অরক্ষিত জায়গা দিয়ে যুবক ক্যাম্পাসে ঢোকে। অধ্যক্ষ জানান, কলেজ ও হস্টেলের জন্য নিরাপত্তাকর্মী রয়েছেন। পাশাপাশি পিঙ্ক পুলিশ ভ্যান নিয়মিত ক্যাম্পাসের চারপাশে টহল দেয়। জানা গিয়েছে, কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যুবককে চিহ্নিত করে পুলিশ। ঘটনার পর গ্রামে গিয়ে লুকিয়ে ছিল যুবকটি। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement