ছবি: প্রতীকী
সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: শ্বশুরবাড়ির দাবিমতো ঘরজামাই হতে রাজি না হওয়ায় স্ত্রীর সঙ্গে বিবাদ। অশান্তির জেরে আত্মঘাতী হল এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ন’হাজারি গ্রামে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
মাস পাঁচেক আগে বিষ্ণুপুরের বগাখালির ন’হাজারি গ্রামের বাসিন্দা বছর একুশের বিনোদ সরদারের বিয়ে হয় নোদাখালি থানার ডোঙারিয়ার বাসিন্দা বছর ঊনিশের অর্পিতার। পেশায় গাড়ির চালক ছিল বিনোদ। বিনোদের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অর্পিতা বারবার বিনোদকে চাপ দিত তাঁর বাপের বাড়িতে গিয়ে থাকার জন্য। কিন্তু বিনোদ সেই প্রস্তাবে কখনওই রাজি হয়নি। আর সে কারণেই প্রায়শই অশান্তি হত ওই দম্পতির মধ্যে। রবিবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে অর্পিতা তার বাবা-মাকে ডেকে তাঁদের সঙ্গেই বাপের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরও বিনোদকে ফোন করেও অর্পিতা সেখানে গিয়ে থাকার জন্য বারবার অনুরোধ করে। ফোনেও দম্পতির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে বিনোদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে তাঁকে ডাকতে গিয়ে পরিবারের লোকজন দেখেন ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.