সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার মানুষকে ফিরে পেতে প্রথম ধরনার পথ বেছে নিয়েছিলেন ধূপগুড়ির অনন্ত। তাঁর উদ্দেশ্য সফলও হয়েছিল। অবশেষে মত বদলেছিলেন প্রেমিকা। এরপর থেকে ভালবাসার মানুষ, শ্বশুরবাড়ি ফিরে পেতে অনেকেই ধরনার পথে হেঁটেছেন। তবে সফলতা পাননি সকলে। এবার সেই পথেই হাঁটলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গৌরীপুরের তানজিনা খাতুন। সংসারে ফিরতে চেয়ে পোস্টার হাতে ধরনায় বসলেন দেগঙ্গায় শ্বশুরবাড়ির সামনে।
জানা গিয়েছে, মাস পাঁচেক আগে আলফাজ রহমান নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তানজিনার। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে গৌরীপুরে শ্বশুরবাড়িতেই ছিলেন আলফাজ। কিছুদিন আগে স্ত্রীকে বাপের বাড়িতে রেখে যায় ওই যুবক। তরুণীর বক্তব্য অনুযায়ী, এরপর আর তাঁর কাছে ফেরেননি স্বামী। কিন্তু কেন? তাঁর কথায়, “আমার বাবা গরীব বলে শাশুড়ি মা আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিচ্ছে না। স্বামীকেও আটকে দিয়েছেন।” এই কারণেই সোমবার সকাল দেগঙ্গার বেনাপুরে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তানজিনা। হাতের পোস্টারে লেখা ছিল, “আমার বাবা গরিব বলে শাশুড়ি মা আমাকে মানছেন না। আমি শ্বশুরবাড়ি থাকতে চাই।” মেয়ে যাতে শ্বশুরবাড়িতে থাকতে পারে সেই কারণেই তানজিনার ধরনায় বসাকে সমর্থন করছেন মহম্মদ আলি মোল্লাও।
জানা গিয়েছে, এদিন তানজিনা ধরনায় বসেছেন টের পেয়েই সপরিবারে ঘর ছেড়েছেন আলফাজ। তবে নিজের দাবিতে অনড় তানজিনা। তাঁর সাফ কথা, শ্বশুরেবাড়িতে ঠাঁই না পাওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন তিনি। কী রয়েছে তানজিনার ভাগ্যে? তা বলবে সময়। উল্লেখ্য, কিছুদিন আগে স্ত্রীকে ফিরে পেতে নদিয়ায় শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছিলেন এক যুবক। তাঁর অভিযোগ ছিল, জোর করে তাঁর স্ত্রীকে আটকে রাখা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.