Advertisement
Advertisement

‘ভালবাসার মানুষকেই বিয়ে করব’, প্রেমিকের বাড়ির সামনে ধরনায় মালদহের তরুণী

আত্মহত্যার হুমকিও দিয়েছে তরুণী।

A woman stage protest Infront of her boyfriends house in Malda | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 8, 2021 7:46 pm
  • Updated:June 8, 2021 7:46 pm  

বাবুল হক, মালদহ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন প্রেমিক। কথা রেখে তরুণীকে নিয়ে গিয়েছেন বাবা-মায়ের কাছে। কিন্তু বেঁকে বসেছে প্রেমিকের পরিবার। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন তরুণী। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচোল ২ ব্লকের মালতিপুরের চিল্লাপাড়া এলাকায়৷

জানা গিয়েছে, ওই তরুণীর নাম শেলি খাতুন৷ বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামে৷ স্থানীয় দৌলতপুর হাইস্কুলের ছাত্রী তিনি। এলাকারই বাসিন্দা নাসিম আখতারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তাঁর। ওই যুবক পেশায় দর্জি। কাজের সূত্রে থাকেন চেন্নাইয়ে। তবে বর্তমানে চিল্লাপাড়ায় গ্রামের বাড়িতেই রয়েছেন৷ ওই তরুণীর দাবি, বছর খানেক আগে অজানা নম্বরের সূত্র ধরে নাসিমের সঙ্গে তাঁর পরিচয়৷ ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা৷ একাধিকবার সহবাসও করেন। এরপর নাসিম তাঁর বাড়িতে বিয়ের কথা জানাতেই আপত্তি করেন বাবা-মা। নাবালিকাকে পালিয়ে বিয়ের প্রস্তাব দেয় নাসিম। এরপর রবিবার ওই যুবক শেলিকে তাঁর বাড়িতে নিয়ে আসে৷ কিন্তু নাবালিকাকে বাড়ি থেকে বের করে দেন যুবকের বাবা-মা।

Advertisement

[আরও পড়ুন: হারের পরই ‘বেসুরো’ দলের নেতা-কর্মীরা, ‘সামাল’ দিতে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ল বিজেপি]

তাঁর অভিযোগ, নাসিমকে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন তার মা আর মামা৷ ফোন করলেও প্রেমিক ফোন ধরছে না৷ এরপরই প্রেমিককে বিয়ের দাবিতে ধরনায় বসেন শেলি৷ যতক্ষণ না তাঁর বিয়ে হচ্ছে, ততক্ষণ ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। প্রেমিকের সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রেমিকের মা নার্গিস বিবি বলেন, “আমার ছেলেকে শেলি আর তাঁর পরিবারের লোকজন কোথাও সরিয়ে রেখেছে৷ ছেলে অসুস্থ ছিল৷ চাঁচোলে ডাক্তার দেখাতে গিয়েছিল৷ এরপর থেকে আর ছেলের খুঁজে পাচ্ছি না৷” পাশাপাশি তিনি বলেন, “মেয়েটা যদি আমার ছেলের হাত ধরে ঘরে নিয়ে আসে, তবে আমি এর সঙ্গেই তাঁর বিয়ে দেব৷”

[আরও পড়ুন: ক্রমশ বাড়ছে দূরত্ব? দিলীপের ডাকা বৈঠকে অনুপস্থিত মুকুল, তুঙ্গে দলত্যাগের জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement