গোবিন্দ রায়, বসিরহাট: রাখে হরি মারে কে! নদীতে ভেসে গিয়েও প্রাণে বাঁচলেন মহিলা। যদিও তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভবানীপুর এলাকায়।
ব্যাপারটা ঠিক কী? উত্তর ২৪ পরগনার বসিরহাট(Basirhat) মহকুমার বায়লানি ভবানীপুর দিয়ে বইছে ডাসা নদী। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালে ওই নদী সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। তাঁরা দেখতে পান, নদীতে গাছের গুঁড়ির মতো কিছু একটা ভাসছে। স্বাভাবিকভাবেই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। সময়ের সঙ্গে সঙ্গে ভাসতে ভাসতে নদীর পাড়ে এলে ভুল ভাঙে। স্থানীয়রা বুঝতে পারেন, গাছের গুঁড়ি নয়, আদতে ভেসে আসছিল একজন। এদিকে ভিড় দেখতে পেয়ে কোনওরকমে হাত নাড়েন ওই মহিলা। তড়িঘড়ি তাঁকে উদ্ধারের ব্যবস্থা করা হয় স্থানীয়দের তরফে।
এর পরই ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে তার আগে নদীর পাড়েই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার। তবে ওই মহিলা কে? তিনি কীভাবেই বা নদীতে পড়লেন? তা এখনও জানা যায়নি। ওই মহিলা সুস্থ হয়ে গোটা বিষয়টা জানান যাবে বলে মনে করা হচ্ছে। খোঁজ চলছে মহিলার পরিবারের সদস্যদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.