ফাইল ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাপে কামড়ানো রোগীকে হাসপাতালের পরিবর্তে নেওয়া হল ওঝার কাছে! যার জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হল বধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোসাবা ব্লকের কচুখালি পঞ্চায়েতের ৩ নম্বর কচুখালি গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ৩ নম্বর কচুখালি গ্রামের বাসিন্দা কল্পনা বিশ্বাস। বুধবার ভোর তিনটে নাগাদ বিছানার মধ্যে একটি কালাচ সাপ কামড়ায় তাঁকে। টের পেয়েই বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। পরিবারের লোকজন গড়িমসি করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় বধূকে। রোগীর পরিস্থিতি ভালো নয় বুঝতে পারেন ওই চিকিৎসক। তিনি বধূকে তড়িঘড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এদিকে কল্পনাদেবী পরিবারের সদস্যদের বলেন তাঁকে এক ওঝার কাছে নিয়ে যেতে। ইচ্ছে না থাকলেও বধূর কথা মতো পরিরিবারের লোকজন তাঁকে ওঝার কাছে নিয়ে যায়।
এর পর কেরামতি দেখায় ওঝা। তার কেরামতি দেখাতে থাকে। কিন্তু তাতে লাভ হয়নি। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই ওঝা বধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। চিকিৎসার জন্য পরিবারের লোকজন তড়িঘড়ি ওই বধূকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে রওনা দেয়। সন্ধে নাগাদ সেখানে পৌঁছলে ওই বধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, “একটা সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করার সুযোগ পেলাম না। মৃত অবস্থায় নিয়ে এসেছিল। ওঝা-গুণিনের দাপটে মৃত্যু হল। এটা লজ্জাজনক। এর প্রতিবাদ হওয়া প্রয়োজন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.