Advertisement
Advertisement

Breaking News

Birbhum

বিয়ের প্রস্তাবে ‘না’, রাগে প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ল প্রেমিক!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

A woman of birbhum allegedly attacks by lover

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 31, 2025 2:22 pm
  • Updated:March 31, 2025 2:22 pm  

নন্দন দত্ত, বীরভূম: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার শাস্তি! তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তরুণী।

জানা গিয়েছে, বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা ওই তরুণী। এলাকারই বাসিন্দা আবির শেখ নামে এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। এদিন বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন তরুণী। সেই সময় প্রেমিক আবির তাঁর পথ আটকায়। ফের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু এবারেও রাজি হননি প্রেমিকা। তাতেই খেপে যায় যুবক। স্থানীয়দের দাবি, ওই যুবকের কাছেই ছিল অ্যাসিড। বিয়েতে রাজি না হতেই প্রেমিকের মুখে অ্য়াসিড ছোড়ে গুণধর যুবক।

Advertisement

স্বাভাবিকভাবেই রাস্তায় লুটিয়ে পড়েন তরুণী। এদিকে ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। তরুণীকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে চিকিৎসা। জানা গিয়েছে, তরুণীর মুখ-সহ দেহের একাধিক অংশ পুড়ে গিয়েছে। এদিকে ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কেন এই ঘটনা, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement