Advertisement
Advertisement

Breaking News

Kalna

সোশাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, সংসার বাঁধতে ঘর ছাড়েন সমকামী দুই তরুণী! তার পর…

শোরগোল কালনায়।

A woman leaving house with girlfriend in Kalna | Sangbad Pratidin

অলংকরণ: অর্ঘ্য চৌধুরী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 27, 2023 7:38 pm
  • Updated:November 27, 2023 7:38 pm  

অভিষেক চৌধুরী, কালনা: সোশাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম। পরিবার মানবে না বুঝেই ঘর ছেড়েছিলেন সমকামী যুগল। কিন্তু শেষরক্ষা হল না। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে যুগলকে উদ্ধার করে বাড়িতে ফেরাল পুলিশ।

পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা যুবতীর সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় ওমরপুরের নাবালিকার। প্রথমে কথা থেকে শুরু। ধীরে ধীরে গভীরতা বাড়ে সম্পর্কে। প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন সমকামী যুগল। কিন্তু তাঁরা দুজনই জানত, এই সম্পর্ক কোনওদিনই পরিবার মেনে নেবে না। এদিকে একসঙ্গে জীবনযাপনের ইচ্ছে ছিল প্রবল। সেই কারণেই দুজনে সিদ্ধান্ত নেন ভালোবাসার মানুষের সঙ্গে ঘর ছাড়ার।

Advertisement

[আরও পড়ুন: ফের বিজেপির ডিসেম্বর তত্ত্ব, এবার বীরভূমে দাঁড়িয়ে ‘ডেডলাইন’ শুভেন্দুর, পালটা তৃণমূলের]

যেমন ভাবা তেমন কাজ। মাস তিনেক আগে বাড়ির কাউকে কিছু না জানিয়েই ঘর ছাড়েন ওই যুগল। চলে যান অন্ধ্রপ্রদেশ। সেখানেই থাকতে শুরু করেন তাঁরা। এদিকে মেয়েদের খুঁজে না পেয়ে পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়ে যায়। কোথাও হদিশ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অবশেষে অন্ধ্রপ্রদেশ থেকে যুগলকে উদ্ধার করে বাড়িতে ফেরাল পুলিশ। তরুণী জানান, তিনি ওই নাবালিকাকে বিয়ে করেছিলেন। তাঁরা দুজন একে অপরকে ভালোবাসে।

[আরও পড়ুন: আমডাঙার পর এবার গোবাসায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, অভিযুক্ত দলেরই একাংশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement