Advertisement
Advertisement

আধার কার্ড সংশোধনের লাইনে বিশৃঙ্খলা, অসুস্থ হয়ে হাসপাতালে মালদহের তরুণী

লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন আরও বেশ কয়েকজন।

A woman falls ill in Adhar correction line in maldah district
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 28, 2020 3:58 pm
  • Updated:January 28, 2020 3:58 pm  

বাবুল হক, মালদহ: আধার কার্ড সংশোধনের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক তরুণী-সহ বেশ কয়েকজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে। ইতিমধ্যেই অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর রাজ্যবাসীর আতঙ্ক যেন কয়েকগুন বেড়েছে। এনআরসি হলে দেশ ছাড়তে হতে পারে, এই আশঙ্কায় প্রয়োজনীয় নথি গোছাতে শুরু করেছে মানুষ। তাই মঙ্গলবার সকাল থেকেই আধার কার্ডের সংশোধনের জন্য মালদহের ইংরেজবাজারের ফোয়ারা মোড়ে প্রধান ডাকঘরে ভিড় করেছেন স্থানীয়রা। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়েছে লাইন। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। সেই লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন কালিয়াচকের বাসিন্দা আয়োশা খাতুন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সূত্রের খবর, এদিন লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন আরও বেশ কয়েকজন।

Advertisement

maldah-2

[আরও পড়ুন: মেয়ের বাড়ি এসে মত্ত দাঁতালের হানায় প্রাণ হারালেন মহিলা, তীব্র আতঙ্ক আসানসোলে]

এদিন আধার সংশোধনী লাইনের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়। পুলিশ বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা। বিশৃঙ্খল পরিস্থিতির সৃ্ষ্টি হয় এলাকায়। লাইনে থাকা এক মহিলা জানান, আধার কার্ড সংশোধনের জন্য মঙ্গলবার ভোর রাত থেকে ডাকঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবে প্রবল সমস্যা হচ্ছে। তাই তাঁর দাবি অবিলম্বেই যেন শহরে আধার কার্ড সংশোধনের কেন্দ্র বাড়ানো হয়। তবে সমস্যা কিছুটা হলেও মিটবে। প্রসঙ্গত, এনআরসি আতঙ্ক এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। নথি সংশোধনের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। রাজ্যে এনআরসি লাঘু হলে দেশ ছাড়তে হবে, এই আতঙ্কে আত্মহত্যাও করেছেন অনেকে। 

[আরও পড়ুন: ভাঙল বর্ণ-লিঙ্গের বৈষম্য, এবার সরস্বতী পুজোয় পুরোহিতের আসনে আদিবাসী ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement