Advertisement
Advertisement

Breaking News

Barasat

টানা বৃষ্টির জের! ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

A woman electrocuted to death in Barasat

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 23, 2024 10:00 am
  • Updated:August 23, 2024 10:16 am  

অর্ণব দাস, বারাসত: বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে রাজ্যজুড়ে জল থইথই পরিস্থতি। এরই মাঝে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। গোটা ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধে কলকাতা-সহ গোটা রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। একই পরিস্থিতি ছিল বারাসতেরও। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে একাধিক ওয়ার্ড। এই পরিস্থিতিতেই বাড়ি ফিরছিলেন অঞ্জনা বিশ্বাস নামে বছর ৫৫-এর ওই প্রৌঢ়া। জমা জল পেরিয়ে পায়ে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। ফেরার সময় কোনও কারণে একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেন তিনি। তৎক্ষণাৎ ছিটকে পড়ে যান। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে যান। দেখেন মহিলা রাস্তায় পড়ে আছে।

Advertisement

[আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় সৌরভ, ‘সব কিছুর উর্ধ্বে সম্পর্ক’, বার্তা মহারাজের]

তড়িঘড়ি পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরে খবর দেন এলাকার লোকজন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকায়।

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: নির্যাতিতার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement