সুবীর দাস, কল্যাণী: ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন পুরুষ যাত্রী৷ তার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপে আহত এক মহিলা৷ রক্তাক্ত অবস্থায় ট্রেন থেকে ওই মহিলাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি কল্যাণী মেন স্টেশনে। মহিলাকে অস্ত্রের আঘাতে জখম করার পর চম্পট দেয় ওই পুরুষ যাত্রী৷ আহত অনিতা সাউ কাঁচরাপাড়া ভূত বাগান রেল কলোনির বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। যখন ট্রেনটি কল্যাণী মেন স্টেশনে পৌঁছয়, তখন মহিলা কামরায় এক পুরুষকে উঠতে দেখে প্রতিবাদ করেন অনিমা সাউ। তিনি ওই যুবককে ট্রেন থেকে নেমে যেতে বলেন। যুবক নামতে রাজি হয়নি৷শুরু হয় দুজনের মধ্যে বচসা। অভিযোগ, বচসা চলাকালীনই আচমকা ওই যুবক ধারালো অস্ত্র বের করে ওই মহিলার উপর হামলা করে৷ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে৷ মহিলা কামরায় এমন নজিরবিহীন হামলার ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের অন্যান্য মহিলা যাত্রীরা। কেউ কেউ ট্রেন থেকে নেমে পালিয়ে যেতে গিয়ে জখম হন।
এরই মধ্যে সুযোগ বুঝে অপরদিকের দরজা দিয়ে লাফ মেরে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। ঘটনার পর রেলস্টেশনের পাশের স্থানীয় বাসিন্দারা আহত সকলকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অনিমাদেবীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি সেখানেই চিকিৎসাধীন৷
শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হওয়ার পর অনিমাদেবী জানিয়েছেন, তিনি কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালের কর্মী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধেবেলা কাজ সেরে কাঁচরাপাড়ায় বাড়ি ফিরছিলেন। প্রত্যেক দিনের মতো এদিনও কল্যাণী সীমান্ত লোকালের মহিলা বগিতে ওঠেন তিনি। হঠাৎই ওই যুবক মহিলা কামরায় ওঠে। তাকে বলা হয়, এটি মহিলাদের কামরা। সে যেন নেমে অন্য কামরায় ওঠে৷ তাতেই ক্ষেপে যায় ওই যুবক। কোমর থেকে একটি ধারালো অস্ত্র বের করে হামলা চালায়। এই ঘটনায় যদিও এখন পর্যন্ত রেল পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে এখনও অভিযুক্তকে ধরা যায়নি৷ তবে কল্যাণী সীমান্ত লোকালে এমন হামলার ঘটনা ফের দেখিয়ে দিল রেলে মহিলাযাত্রীদের সুরক্ষার বেআব্রু ছবিটা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.