Advertisement
Advertisement
Birati

লোকাল ট্রেনে ব্যাগে শিশু! মহিলাকে বেধড়ক মার, প্রবল উত্তেজনা বিরাটি স্টেশনে

ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিরাটিতে। ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

Birati: A woman beaten up on the suspicion of child smuggling on a local train
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 26, 2024 11:03 am
  • Updated:June 27, 2024 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ট্রেনে ব্যাগে শিশু! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বিরাটি (Birati) স্টেশনে। মহিলাকে গ্রেপ্তার করেছে রেলপুলিশ। কার বাচ্চা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর নেপথ্যে কারা, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

বুধবার সকাল। প্রতিদিন সকালেই শিয়ালদহগামী ট্রেনে ভিড় থাকে চোখে পড়ার মতো। এদিন সকালের দত্তপুকুরের লোকালের ছবিটাও ছিল একই। জানা গিয়েছে, মহিলা কামরার যাত্রীরা দেখেন, একজনের কাছে ব্যাগে কিছু একটা নড়ছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নজরে পড়তেই সকলের সন্দেহ হয়। এর পরই মহিলারা অভিযুক্তকে ব্যাগ খোলার জন্য চাপ দেন। এক পর্যায়ে তিনি ব্যাগ খুলতে বাধ্য হন। দেখা যায়, ভিতরে শিশু। এর পরই মহিলাকে টানাহ্যাঁচড়া করে বিরাটি স্টেশনে নামানো হয়। চলে বেধড়ক মার। খবর দেওয়া হয় বারাসত জিআরপি-তে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে বিরাটি স্টেশনে। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ধমকের পর পুরসভাগুলোর ‘অ্যাকশন’, সল্টলেক-কলকাতায় উচ্ছেদ অভিযান পুলিশের]

এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিরাটিতে। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাচ্চাটি কার, কোথা থেকে আনা হচ্ছিল, এর পিছনে বড় কোনও চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

Advertisement

[আরও পড়ুন: ভরদুপুরে খড়গপুরে তৃণমূলের কার্যালয় লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি! জখম কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ