Advertisement
Advertisement
আত্মহত্যা

‘বাঁচতে চাই না’, হাতে ছুরি নিয়ে বহুতলের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা যুবতীর

দমকলের ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় তাঁকে।

A woman attempt suicide in Howrah's watkins area
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 10, 2019 2:17 pm
  • Updated:May 10, 2019 2:52 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ছ’তলা আবাসনের ছাদে উঠে যুবতীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার ওয়াটকিনস লেনে। শুক্রবার সকালে খবর পেয়ে যুবতীকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিনও। দমকল কর্মীদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে ওই মহিলাকে। কী কারণে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। 

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় তৃণমূল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি]

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাওড়ার ওয়াটকিনস লেনের একটি আবাসনে থাকেন মৃণালিনী জৈন নামে বছর তিরিশের ওই যুবতী। জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাৎই তাঁর বাড়ির সকলের চোখ এড়িয়ে আবাসনের ছাদে উঠে পড়েন ওই যুবতী। তাঁর হাতে ছিল একটি ছুরিও৷ বিষয়টি নজরে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বাবা-মা ও আবাসনের অন্যান্য বাসিন্দারা। বেশ কিছুক্ষণ বুঝিয়ে শুনিয়ে মেয়েকে ছাদ থেকে নামিয়ে আনার চেষ্টা করে পরিবারের সদস্যরা। কিন্তু, তাতে কাজ না হওয়ায় বাধ্য হয়ে গোলাবাড়ি থানা ও দমকলে খবর দেয় তাঁরা। ঘটনাস্থলে গিয়ে প্রথম পর্যায়ে পুলিশ ও দমকল আধিকারিকেরা বোঝানোর চেষ্টা যুবতীকে নিচে নামিয়ে নামা চেষ্টা করে। কিন্তু তাতে কার্যত কর্ণপাত করেনি মৃণালিনী। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাঁকে ছাদ থেকে নামিয়ে আনা হয়। 

Advertisement

howrah-inci-2

[আরও পড়ুন: ফের অচলাবস্থা শিক্ষাঙ্গনে, পড়ুয়া-অশিক্ষক কর্মীদের বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়]

স্থানীয় সূ্ত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় কর্মরতা মৃণালিনী দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না ওই যুবতী। প্রাথমিক তদন্তে অনুমান, অবসাদের কারণেই হয়ত তিনি নিজের জীবন শেষ করে চাইছিলেন৷ যদিও এ বিষয়ে ওই যুবতীর পরিবারের তরফে কেউ মুখ খোলেননি৷ সূ্ত্রের খবর, মারাত্মক এই বিপদের হাত থেকে কোনওক্রমে বেঁচে ফেরার পর অবশ্য মৃণালিনী দেবী স্বাভাবিক হয়ে যান৷ শুক্রবার বেলায় অফিসেও গিয়েছেন মৃণালিনী। আর তাতেই রহস্য দানা বাঁধছে৷ এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement