Advertisement
Advertisement
Rape

প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ বিজেপি নেতার ভাইয়ের! গর্ভবতী বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণী

পলাতক অভিযুক্ত।

A woman allegedly raped by a BJP leader's brother in Purba Bardhaman | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 22, 2021 1:10 pm
  • Updated:October 22, 2021 1:10 pm  

ধীমান রায়, কাটোয়া: বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি নেতার ভাইয়ের বিরুদ্ধে। তরুণী গর্ভবর্তী হয়ে পড়ায় প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ইতিমধ্যেই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার দাদা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে (Mangalkote)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই তরুণী পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার মঙ্গলকোট গ্রামের টালিপাড়ার বাসিন্দা। পরিবারের অন্যান্যরা কর্মসূত্রে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। ফলে একাই থাকতে হত নির্যাতিতাকে। আর সেই সুযোগকেই কাজে লাগায় এলাকার এক বিজেপি নেতার ভাই চুনী আনসারি। অভিযোগ, দিনের পর দিন তরুণীকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় চুনী। লাগাতার ধর্ষণ করা হয়। কিন্তু দীর্ঘদিন বিষয়টি জানতে পারেননি কেউ।

Advertisement

[আরও পড়ুন: রামদেবের সুপারিশ আর মোদিজির জনপ্রিয়তায় সাংসদ হয়েছেন বাবুল! তীব্র আক্রমণ জিতেন্দ্রর]

জানা গিয়েছে, সম্প্রতি ওই তরুণীর শারীরিক পরিবর্তন নজরে পড়ে পরিবার ও প্রতিবেশীদের। এরপর নির্যাতিতাকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। জানা যায়, প্রলোভন দেখিয়ে প্রায়ই নির্যাতিতাকে ডেকে নিয়ে যেত চুনী। ধর্ষণ করত। ভয়ে কাউকে কিছু জানাননি নির্যাতিতা। বৃহস্পতিবার অবশেষে কান্নায় ভেঙে পড়ে সে। এরপর রাতেই মঙ্গলকোট থানার দ্বারস্থ হন নির্যাতিতার দাদা। দায়ের হয়েছে মামলা।

এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ বিষয়ে মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার বলেন, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্তকে। ঘটনার পর্যাপ্ত তদন্ত করুক পুলিশ। বিজেপির বর্ধমান পূ্র্ব (গ্রামীণ) জেলা কমিটির সহ-সভাপতি রানাপ্রতাপ গোস্বামী বলেছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অভিযুক্তের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: রাজ্যে ফের শিল্পায়ন, খড়গপুরে রং কারখানা খুলছে বিড়লা গ্রুপ, বিপুল কর্মসংস্থানের সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement