Advertisement
Advertisement

Breaking News

বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বিজেপির বুথ সভাপতি

ব্যাপক চাঞ্চল্য মহিষাদলে।

A woman allegedly raped by a BJP leader in Mahishadal | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 24, 2023 1:56 pm
  • Updated:August 24, 2023 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজিপুর এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। ঘটনার তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপাল দাস। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজিপুরের বাসিন্দা তিনি। বিজেপির বুথ সভাপতি হিসেবেই পরিচিত। বুধবার বিকেলে বাড়ি থেকে খানিকটা দূরে ছিলেন ওই বিশেষভাবে সক্ষম তরুণী। অভিযোগ, মহিলাকে একা পেয়েই তাঁর উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত। তবে গোটা ঘটনাটি জানাজানি হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: টিভি দেখে জানলেন ছেলে চন্দ্রযান মিশনের কারিগর, চোখে জল জলপাইগুড়ির কৌশিকের মায়ের]

এরপরই অভিযুক্তের বিরুদ্ধে মহিষাদল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিজেপি নেতার এই কীর্তির তীব্র নিন্দা করেছে শাসকদল। শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement