Advertisement
Advertisement

Breaking News

Arambag

তাড়াতাড়ি ডাক্তার দেখানোর সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! গ্রেপ্তার আরামবাগের গুণধর

অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা।

A woman allegedly physically harrassed in Arambag

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 31, 2024 7:09 pm
  • Updated:October 31, 2024 7:16 pm  

সুমন করাতি, হুগলি: তাড়াতাড়ি ডাক্তার দেখানোর সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার আরামবাগে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, হুগলি জেলার গোঘাটের বাসিন্দা ওই মহিলা। আরামবাগের করুনা মার্কেটে ওই মহিলা ডাক্তার দেখাতে গিয়েছিলেন। চিকিৎসকের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় সুমন্ত মালিক নামে এক ব্যক্তি তাঁর কাছে যান। তিনি বাঁকুড়া জেলার জয়পুরের বাসিন্দা। অভিযোগ, ওই যুবক তাঁকে তাড়াতাড়ি ডাক্তার দেখানোর সুযোগ করে দেবে বলে পাশের ঘরে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এর পর ওই মহিলা আরামবাগ মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

Advertisement

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুমন্ত মালিককে আরামবাগ মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে আজ তোলা হয়েছে। এদিকে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে ম্যাজিস্ট্রেটের কাছে, পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হবে খবর। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement