Advertisement
Advertisement

Breaking News

Kultali

সন্তানদের খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ! অভিযুক্তকে গণধোলাই উত্তেজিত জনতার

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

A woman allegedly physically harassed by a man in Kultali | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 30, 2023 1:12 pm
  • Updated:August 30, 2023 1:12 pm  

দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: সন্তানদের খুনের হুমকি দিয়ে বধূকে ধর্ষণ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। অভিযুক্তকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৭ নম্বর মেরিগঞ্জের বাসিন্দা ওই মহিলা। মঙ্গলবার রাতে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। কাজে গিয়েছিলেন। সন্তানদের নিয়ে ছিলেন বধূ। স্বামী না থাকার সুযোগকে কাজে লাগিয়ে মহিলার ঘরে যায় বাবুরালি গাজি। অভিযোগ, সন্তানদের খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। কাজ সেরে ফেরার পথে স্ত্রীর আর্তনাদ শুনতে পান নির্যাতিতা স্বামী। তড়িঘড়ি ছুটে যান ঘরে।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে দুর্গাপুরের যৌনপল্লিতে পাচার! বরাতজোরে উদ্ধার নাবালিকা, গ্রেপ্তার ৩]

স্বামী বাড়ি ফিরতেই গোটা বিষয়টি জানান নির্যাতিতা। ঘটনার কথা জানাজানি হওয়ার পরই অভিযুক্ত বাবুরালিকে গণধোলাই দেয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় কুলতলি থানায়। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোটা ঘটনায় আতঙ্কে নির্যাতিতা ও তাঁর সন্তানরা।

[আরও পড়ুন: হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে! বেঘোরে প্রাণ গেল সাপে কাটা পড়ুয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement