Advertisement
Advertisement
Gaighata

ভয় দেখিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্নকে ‘ধর্ষণ’, অন্তঃসত্ত্বা হতেই প্রকাশ্যে প্রতিবেশীর ‘কীর্তি’!

অভিযোগ অস্বীকার অভিযুক্তের।

A woman allegedly physically assulted by neighbour in Gaighata | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2023 2:09 pm
  • Updated:December 13, 2023 2:09 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ভয় দেখিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। মঙ্গলবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের দাবি, গোটা বিষয়টা চক্রান্ত। তাঁকে ফাসানোর চেষ্টা চলছে।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বয়স ৩৯ বছর। তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন। তাঁর মা দৃষ্টিহীন ও বধির। বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন নির্যাতিতা। সেই সুযোগকেই কাজে লাগায় প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল। অভিযোগ, আলাউদ্দিন মণ্ডল বিশেষ ক্ষমতা সম্পন্ন ওই মহিলাকে ধর্ষণ করে। কাউকে যাতে বিষয়টা না জানায় সেই কারণে হুমকিও দেওয়া হয়। তবে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই জানাজানি হয় গোটা ঘটনা।

Advertisement

[আরও পড়ুন: আসানসোলে প্রাক্তন TMC বিধায়কের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনী ঘিরেছে বাড়ি]

নির্যাতিতার দিদি বলেন, “বোন গর্ভবতী হওয়ার পর আমরা বিষয়টা জানতে পেরেছি। মা চোখে দেখতে পারেন না। শুনতেও পারেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল।” মঙ্গলবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলাউদ্দিন। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে তিনি কোনওরকমভাবে যুক্ত নন, চক্রান্ত করা হচ্ছে। পাশাপাশি দোষী প্রমাণিত হলে মেনে নেবেন বলেও জানান তিনি। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য খায়ের মণ্ডল বলেন, “ঘটনাটি দুঃখজনক, আমরা পুলিশ-প্রশাসনকে বলব, দোষীদের শাস্তি হোক।”

[আরও পড়ুন: ফের রাজ্যে শুটআউট, বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement