Advertisement
Advertisement

Breaking News

ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে লাগাতার গণধর্ষণ! পুলিশের জালে ২

মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।

A woman allegedly physically assaulted, 2 accused arrested | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 19, 2023 9:04 pm
  • Updated:June 19, 2023 9:04 pm  

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: ঘনিষ্ঠ মূহুর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে লাগাতার গণধর্ষণ। পুলিশের জালে দুই যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সন্টু খান এবং লালুয়া খান। দু’জনেই শিলিগুড়ির শালবাড়ি এলাকার বাসিন্দা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় ছ’মাস আগে। দীর্ঘদিন ধরে নির্যাতিতা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সন্টুর। সেই সুযোগকে কাজে লাগিয়ে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও করে রেখেছিল সে। এরপর ওই মহিলাকে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে সন্টু ও তার ছয় বন্ধু দফায় দফায় ধর্ষণ করে। বারবার ওই মহিলা সন্টু ও তার বন্ধুদেরকে ওই ভিডিও মুছে ফেলার কথা বললেও সে কথায় কান দেয়নি কেউই। এখানেই শেষ নয়, ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের দিনহাটায় চলল গুলি, গুরুতর জখম তৃণমূল প্রার্থীর স্বামী]

শেষে শনিবার শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই মহিলা। অভিযোগে ছ’জনের নাম রয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। প্রথম ধাপেই পুলিশের জালে ধরা পড়ে দু’জন। ধৃতদের এদিন পাঁচদিনের পুলিশি হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের এডিসিপি শুভেন্দ্রকুমার বলেন, “এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর পোস্ট! গ্রেপ্তার বালুরঘাটের শিক্ষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement