প্রতীকী ছবি।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুরের কালিপুর গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়েকবছর আগেই পূর্ণিমা বাগদি নামে ওই মহিলার সঙ্গে বিয়ে হয় গৌতম বাগদির। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও বেশ কিছুদিন ধরেই পূর্ণিমা বাগদি নামে ওই মহিলার সঙ্গে অশান্তি শুরু হয় স্বামী গৌতম বাগদির। বুধবার রাতে ফের কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে ওই দম্পতি। অভিযোগ, সেই সময় আচমকা লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে গৌতম। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পূর্ণিমা দেবী। চিৎকার শুনে অভিযুক্তের বাবা-মা পুত্রবধূকে বাঁচাতে যান। সেই সময় বাবা-মাকেও আক্রমণ করে অভিযুক্ত। ঘটনাটি টের পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে পূর্ণিমা দেবী ও তাঁর শ্বশুর-শাশুড়িকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা পূ্র্ণিমা দেবীকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে ওই মহিলার দেহ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের বাবা-মা।
ইতিমধ্যেই মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানার পুলিশ। ঠিক কী হয়েছিল বুধবার রাতে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পূর্ণিমাদেবীর মা। তিনি জানিয়েছেন, মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি হচ্ছিল, সেটা তাঁরা জানতেন। কিন্তু সেই অশান্তির পরিণতি এতটা ভয়ংকর হবে তা ভাবতেও পারেননি তাঁরা। প্রতিবেশীরাও জানিয়েছেন প্রায়ই অশান্তি হত ওই দম্পতির মধ্যে। কিন্তু কী নিয়ে এই দাম্পত্যকলহ? পারিবারিক অশান্তির জেরেই কি খুনের সিদ্ধান্ত? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.