Advertisement
Advertisement

Breaking News

খুন

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, বন্ধ ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী৷

A woman allegedly murdered by her husband in Narendrapur
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2019 8:57 am
  • Updated:August 10, 2019 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া করছে স্ত্রী, এই সন্দেহে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ শুক্রবার রাতে নরেন্দ্রপুরের মণ্ডলপাড়ায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ৷ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী৷ পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে৷

বছর চারেক আগে বাপি বৈদ্য এবং কৃষ্ণা বৈদ্য নরেন্দ্রপুরের কুসুমবার মণ্ডল পাড়ায় ভাড়া আসেন৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷ তবে কয়েকবছর আগেই তাঁর বিয়ে হয়ে গিয়েছে৷ শুক্রবার সন্ধেয় মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল কৃষ্ণার৷ তবে রাত হয়ে গেলেও মেয়ের বাড়িতে যাননি৷ কেন আসছেন না মা, তা জানতে বারবার ফোন করেন কৃষ্ণার মেয়ে৷ কিন্তু কেউই ফোন ধরছিল না৷ স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা করতে থাকেন ওই তরুণী৷ গভীর রাতে নরেন্দ্রপুরের ভাড়া বাড়িতে আসেন কৃষ্ণার মেয়ে৷ তিনি দেখেন ঘরে ঢোকার দরজা বন্ধ৷ তবে একটি জানলা খোলা রয়েছে৷ ওই জানলা দিয়ে ঘরের ভিতর উঁকি মারেন তরুণী৷ বিছানার দিকে নজর যেতেই অবাক হয়ে যান তিনি৷ দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর মা৷ মহিলার দেহ বালাপোশে মোড়া৷

Advertisement

[আরও পড়ুন: ৬ মাস ধরে ভাইঝিকে ধর্ষণ, জেঠুর অত্যাচারে অন্তঃসত্ত্বা কিশোরী]

মাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি৷ কান্নাকাটির আওয়াজে ততক্ষণে প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হয়ে গিয়েছেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তাঁরাই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ এত কিছু ঘটলেও খোঁজ পাওয়া যাচ্ছে না মহিলার স্বামীর৷ প্রতিবেশীরা জানান, মহিলার বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে বলেই সন্দেহ করতেন স্বামী৷ তার জেরেই ভাড়াবাড়িতে আসা থেকেই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত৷ এই অশান্তির জেরেই হয়তো বাপি তার স্ত্রী কৃষ্ণাকে খুন করেছে বলেই অভিযোগ তাঁদের৷ যদিও নিহত মহিলার মেয়ে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না৷ তবে মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না বলেই দাবি করেছেন তিনি৷

[আরও পড়ুন: টিকল না প্রেমের সম্পর্ক, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক]

ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যাওয়াও পুলিশ স্বামীকেই সন্দেহ করছে৷ তবে কী কারণে খুন করা হল কৃষ্ণাকে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বাপি বৈদ্যকে গ্রেপ্তারির আগে গোটা ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কার্যত অসম্ভব বলেই দাবি তদন্তকারীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement