ব্রতদীপ ভট্টাচার্য: বধূর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হালিশহর। অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অশান্তি মিটলেও এখনও থমথমে এলাকা।
জানা গিয়েছে, হালিশহরের ১২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কলোনির বাসিন্দা নির্যাতিতা ওই বধূ। বুধবার সকালে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় এলাকারই বাসিন্দা বিশু দাস নামে বছর ২৪-এর এক যুবক তাঁর ঘরে ঢুকে পড়ে। মহিলার শ্লীলতাহানি করে সে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে বধূকে কোপ দেয় অভিযুক্ত। এরপর মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই চম্পট দেয় বিশু।
এরপরই ক্ষোভ ফুঁসতে শুরু করে এলাকার বাসিন্দারা। অভিযু্ক্তের বাড়িতে চড়াও হন তাঁরা। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপরই অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দীর্ঘক্ষণ পর আয়ত্বে আসে পরিস্থিতি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত খোঁজ চলছে। অবিলম্বেই তাকে গ্রেপ্তার করা হবে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.