Advertisement
Advertisement

Breaking News

গুলি

চা বাগানে শ্রমিক সরবরাহ নিয়ে গন্ডগোলে চলল গুলি, মৃত্যু নিরীহ মহিলার

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ওই মহিলার মৃত্যু হয়েছে বলেই দাবি বিরোধীদের।

A woman allegedly killed in North Dinajpur's Islampur
Published by: Sayani Sen
  • Posted:December 26, 2019 3:40 pm
  • Updated:December 26, 2019 8:36 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: চা বাগানে শ্রমিক সরবরাহ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে চলল গুলি। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাটাগোরার নয়াবস্তি এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক নিরীহ মহিলার। আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামপুরের পাটাগোরার নয়াবস্তি এলাকায় চা বাগানে দীর্ঘদিন ধরেই শ্রমিক সরবরাহ নিয়ে অশান্তি লেগেই রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মূলত তৃণমূল বিধায়ত করিম চৌধুরি এবং জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের অনুগামী জাকির হোসেনের লোকজনদের মধ্যে বিবাদ। বৃহস্পতিবার তা বাড়াবাড়ি আকার ধারণ করে। দু’পক্ষের ক্ষমতা দখলের লড়াইয়ের মাঝে চলতে থাকে গুলি। ওই সংঘর্ষের মাঝে পড়ে যান নিরীহ এক মহিলা। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতেই মৃত্যু হয় তাঁর। আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন দু’জনে।

Advertisement

[আরও পড়ুন: জেজেপিতে বড়সড় ভাঙন, এবার সংকটে হরিয়ানার বিজেপি সরকার!]

এই গুলি চলার ঘটনার নেপথ্যে রয়েছে কারা, তা নিয়েই চলছে জোর বিতর্ক। তৃণমূল বিধায়ক করিম চৌধুরি এই ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র মানতে নারাজ। তাঁর দাবি, বহিরাগতরা এ কাণ্ড ঘটিয়েছে। তবে তৃণমূল নেতা জাকির হোসেন এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অবশ্য বলেন,“কোন তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ নয়। চা বাগানের জমি দখল ঘিরে এলাকাবাসীদের মধ্যে মারামারির জেরে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এখানে তৃণমূলের কোন সম্পর্ক নেই।” তবে ইসলামপুরের সিপিএমের এরিয়া সম্পাদক বাজিল আক্রার অবশ্য বলেন, “বন্ধ বাগানের জমিতে স্থানীয় বাসিন্দাদের অনেকেই চাষবাস করছিল। কিন্তু কাজ হারানো শ্রমিকদের হটিয়ে তৃণমূলের একাংশ দুষ্কৃতী জমি দখল করার ফলেই সংঘর্ষ বাঁধে।”  

Advertisement

ইসলামপুর থানার পুলিশ আপাতত গোটা এলাকাকে ঘিরে ফেলেছে। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ