Advertisement
Advertisement
Woman allegedly killed her son

প্রতিবেশী যুবকের সঙ্গে ঘনিষ্ঠ মা! দেখে ফেলায় ছেলেকে ‘খুন’ মহিলার

নাবালক সন্তান মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের আঁচ পায় আগেই।

A woman allegedly killed her son in South 24 Pargana । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 20, 2023 9:14 pm
  • Updated:July 20, 2023 9:14 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় নাবালককে খুন। গ্রেপ্তার তার মা। এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার চন্দনপিঁড়ি। জন্মদাত্রী তার সন্তানকে খুন করতে পারে, তা শুনে শিউরে উঠছেন প্রায় সকলেই।

ধৃত মনিরা বিবি, দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার চন্দনপিঁড়ির বাসিন্দা। বেশ কয়েক বছর আগে বিয়ে হয় তার। তার স্বামী কর্মসূত্রে কেরলে থাকেন। ১১ বছরের নাবালক সন্তান আজাতুল্লাহ শেখকে নিয়ে চন্দনপিঁড়ির গ্রামে থাকত ওই মহিলা। স্থানীয়দের দাবি, স্বামীর অনুপস্থিতিতে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সে। বাড়িতেও আসাযাওয়া ছিল তার। নাবালক সন্তান মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের আঁচ পায় আগেই। তারপর থেকেই ছেলের উপর অত্যাচার চলত।

Advertisement

[আরও পড়ুন: খিদে সহ্য করতে না পেরে মিষ্টি খাওয়ার ‘শাস্তি’, নাবালিকার পিঠে গরম খুন্তির ছ্যাঁকা, গ্রেপ্তার কাকিমা]

সম্প্রতি প্রেমিকের সঙ্গে ওই মহিলাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলে সে। তার জেরে সন্তানকে বেধড়ক মারধর করে মনিরা। মারের চোটে ছেলে জ্ঞান হারায়। এরপর গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় তাকে। স্থানীয়রা দেখে ফেলে। সন্তানকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এদিকে, খবর জানাজানি হতেই মনিরাকে আটকে রেখে পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। থানায় নিয়ে যাওয়া হয় মনিরাকে। পুলিশ জানিয়েছে, মৃত নাবালকের জেঠতুতো দাদার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মায়ের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়। গ্রেফতার করা হয়েছে মনিরা বিবিকে। খবর দেওয়া হয় মৃতের বাবাকে।

[আরও পড়ুন: পাকিস্তানি যুবতীর সঙ্গে নেপালের হোটেলে ছিলেন শচীন! ‘ওঁরা সারাক্ষণ ঘরেই থাকতেন’, দাবি ম্যানেজারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement