Advertisement
Advertisement
পণ

পণের দাবিতে স্ত্রীকে খুনের অভিযোগ, চাঞ্চল্য মথুরাপুরে

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

A woman allegedly killed by husband in S 24 Pargana
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 10, 2019 2:23 pm
  • Updated:May 19, 2020 12:20 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পণের দাবিতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কাকপুকুরে। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। আদৌ কি পণের দাবিতেই খুন? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। 

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক নাকি ত্রিকোণ প্রেম? দুই ঘনিষ্ঠ বান্ধবীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জুনপুটে]

জানা গিয়েছে, বছর দুয়েক আগে মোবাইলের সূত্র ধরে শাসনের বাসিন্দা মনিকার সঙ্গে আলাপ হয় মথুরাপুরের বাসিন্দা রাজু হালদারের। সেই থেকেই শুরু হয় দু’জনের কথা। নিয়মিত কথা চলতে থাকায় ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের মধ্যে। এরপর বছর খানেক আগে পরিবারের সম্মতিতে বিয়ে হয় রাজু ও মনিকার। বিয়ের কিছুদিনের মধ্যে থেকেই অশান্তি শুরু হয় ওই দম্পতির মধ্যে। দম্পতির অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে পরিবারের সদস্যরাও। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মনিকার উপর চাপ দিতে শুরু করে রাজু ও তার পরিবারের সদস্যরা।

Advertisement

পরে শুক্রবার রাতে স্থানীয়রা মনিকাকে শ্বশুরবাড়ির বারান্দায় শুয়ে থাকতে দেখেন। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় এলাকার বাসিন্দারাই মথুরাপুর থানায় খবর দেয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে মনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই মনিকার দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে মনিকাকে। ইতিমধ্যেই মৃতার বাপের বাড়ির তরফে মনিকার স্বামী-সহ পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তবে আদৌ মৃতার বাপের বাড়ির অভিযোগ সত্য কি না, তা জানতে মৃতার শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।  

 [আরও পড়ুন: ঘরে ফেরা কাউন্সিলরদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান বনগাঁ পুরসভার চেয়ারম্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement