Advertisement
Advertisement
Murshidabad

পুত্রসন্তানের আশায় পরকীয়া স্বামীর! বাধা দেওয়ার ভয়ংকর পরিণতি স্ত্রীর

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে।

A woman allegedly killed by husband in Murshidabad | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2023 7:13 pm
  • Updated:June 1, 2023 7:13 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: পরকীয়ার জের! এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের কাতলামারী বাবুপাড়ায়। অভিযুক্ত স্বামী পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মোস্তাফা কামাল হোসেন মিঠু। অভিযোগ, এলাকারই এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল সে। বিষয়টা গোপন থাকেনি বেশিদিন। ফলে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় মিঠুর। পরকীয়ার নেপথ্যে অভিযুক্তের যুক্তি, তাঁর ছেলে নেই। পুত্র পেতেই পরকীয়ায় জড়িয়েছে সে। সবমিলিয়ে অশান্তি লেগেই থাকত দম্পতির মধ্যে। অভিযোগ, সেই অশান্তির কারণেই খুনের ঘটনা। প্রমাণ লোপাট করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বন্ধের মুখে উচ্চমাধ্যমিক ষষ্ঠ রূপসা উপাধ্যায়ের স্কুল, ‘নেপথ্য সিপিএম’, দাবি তৃণমূল-বিজেপির]

মৃতার খুড়তুতো দাদা মাসাদুল ইসলাম জানান, “মোস্তাফা কামাল সম্ভবত ফের বিয়ে করতে চাইছিল। যা বোন মেনে নিতে পারেনি। আর তাই বিয়েতে পথের কাঁটা সরাতেই বোনকে খুন করেছে।” তিনি আরও জানান, “বোনের দুটো মেয়ে রয়েছে। কিন্তু ভগ্নপতির ছেলের দরকার। সে কারণেই ভগ্নিপতি পরকীয়ায় জড়িয়ে পড়েছিল।” স্থানীয়রা জানান, একেবারেই অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। কারণ ইদানীং মোস্তাফার চালচলন খুব খারাপ হয়ে উঠেছিল।

মৃতার দিদি মারুফা বিবি বলেন, “গলাটিপে খুন করার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা মৃতদেহ ঝুলতে দেখিনি। মাটিতেই ফাঁস লাগানো অবস্থায় শোওয়ানো ছিল। পুলিশও ওই অবস্থা থেকেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।” ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

[আরও পড়ুন: মন্ত্রীর কনভয়ে হামলায় ধৃত কুড়মি নেতাদের বাড়িতে শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement