ছবি:প্রতীকী।
বাবুল হক, মালদহ: স্বামীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামিনে সদ্যই মুক্তি পেয়েছে সে। তারপরই তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মালদহ শহরের পশ্চিম সুকান্তপল্লির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ওই তরুণী বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও এই ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউই।
বছর দেড়েক আগে মালদহ শহরের বুড়াবুড়িতলা এলাকার রাহুল ঘোষ নামে এক যুবকের সঙ্গে পশ্চিম সুকান্তপল্লির বিয়ে হয় ওই তরুণীর। দাম্পত্য কলহের জেরে মাসতিনেক আগে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তরুণীর স্বামী রাহুল। স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে। তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন নিহতের পরিজনেরা। এরপরই ইংরেজবাজার থানার পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে। প্রায় আড়াই মাস জেল হেফাজতে ছিল তরুণী। গত রবিবার জেল থেকে জামিনে ছাড়া পায় সে।
অভিযোগ, এরপরই বদলা নিতে শ্বশুরবাড়ির লোকজন তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে পুড়িয়ে খুনের চেষ্টা করে। আক্রান্ত তরুণীর মায়ের দাবি, শুক্রবার রাতে বাড়িতে একা ছিল তরুণী। সেই সময় রাহুলের পরিবারের লোকজন বাড়িতে ভাঙচুর চালায়। তরুণীর বাড়ি থেকে সোনা ও নগদ টাকাও তার শ্বশুরবাড়ির লোকজনেরা লুট করে বলেও অভিযোগ। এরপরই তরুণীর গায়ে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়। যন্ত্রণায় ছটফট করতে শুরু করে ওই তরুণী। পরিজনেরা চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে আসেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অ্যাসিড হামলায় শরীরের বেশ কয়েকটি অংশ পুড়ে গিয়েছে জামিনে মুক্ত ওই গৃহবধূর।
তরুণীর পরিজনেরা এই ঘটনায় মোট ১২ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শনিবার সকাল পর্যন্ত এখনও কেউই গ্রেপ্তার হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.