Advertisement
Advertisement
আত্মহত্যার চেষ্টা

বিয়ে মানেনি পরিবার, মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা যুবতীর

ঘটনার পর জামাইকে বেধড়ক মারধরে করে যুবতীর পরিবার।

A woman allegedly commits suicide, she is under treatment
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 3, 2019 7:56 pm
  • Updated:September 3, 2019 7:57 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ির অমতে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন। ভেবেছিলেন শেষমেশ পরিবারের লোকেরা অভিমান ভুলে কাছে ডেকে নেবেন। কিন্তু তা হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে জটিল হতে শুরু করে পরিস্থিতি। স্বামীর সঙ্গে শুরু হয় অশান্তি। দাম্পত্য কলহ ও মানসিক অবসাদের জেরে অবশেষে আত্মহত্যার চেষ্টা করলেন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কলেজ মোড় এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

[আরও পড়ুন:মিড ডে মিলে মুড়ি-পিঁয়াজ বালির স্কুলে, পড়ুয়াদের কেক- বিস্কুট খাওয়ালেন স্থানীয়রাই]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানিংয়ের বাসিন্দা রাজা সর্দারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনিতা নামে ওই যুবতীর। কিন্তু সম্পর্কের কথা জানাতেই বেঁকে বসে পরিবারের সদস্যরা। বহু চেষ্টার পরেও পরিবারকে বোঝাতে পারেনি কেউই। অবশেষে বাধ্য হয়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন অনিতা। ভেবেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি। তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দেবে পরিবার। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পরিবারের তরফে ডাক মেলেনি। এরপরই কেন পরিবার মেনে নিচ্ছে না, তা নিয়েই একে অপরকে দোষারোপ করতে শুরু করে ওই দম্পতি। এই নিয়ে রীতিমতো অশান্তি শুরু হয়ে যায় দম্পতির মধ্যে। সোমবার রাতেও ফের বচসায় জড়িয়ে পড়ে তাঁরা।  

Advertisement

অশান্তির পর রাতেই কেরোসিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই বধূ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবতী। এই ঘটনার খবর পেতেই হাসপাতালে হাজির হন অনিতার পরিবারের সদস্যরা। অভিযোগ, হাসপাতালে গিয়ে জামাইকে বেধড়ক মারধর শুরু করে যুবতীর পরিবারের সদস্যরা। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় ক্যানিং থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ওই যুবককে।

[আরও পড়ুন:বনগাঁয় অনাস্থা ভোট সংক্রান্ত বৈঠক, ক্ষমতা ধরে রাখার বিষয়ে আশাবাদী তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement