Advertisement
Advertisement

Breaking News

ধারের টাকা ফেরত চাওয়ায় যুবকের গায়ে আগুন দিল প্রেমিকা

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 22, 2019 7:58 pm
  • Updated:December 22, 2019 7:58 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ:  প্রেমের প্রস্তাবে প্রত্যাখান হোক, বা সম্পর্কে টানাপোড়েন। যে কোনও আক্রোশে প্রেমিকাকে আক্রমণের নজির নেহাত কম নেই। এবার উলটপুরাণ উত্তর ২৪ পরগনার গোপালনগরে। যুবককে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ইতিমধ্যেই অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আহত শাহজাহান বিবাহিত। তাঁর একটি সন্তান রয়েছে। অভিযুক্ত হালিমা বিবি তার প্রতিবেশী। বছর দশেক আগে ইসলামপুরের রাজবর মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। এরপরই শাহাজাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে হালিমা। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। জানা গিয়েছে, শনিবার রাতে হালিমা বিবির বাড়িতে গিয়েছিলেন শাহজাহান। অভিযোগ, সেই সময় দরজা বন্ধ করে যুবকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় হালিমা। অগ্নিদগ্ধ অবস্থায় কোনওক্রমে সেখান থেকে বেড়িয়ে নিজের বাড়িতে যায় ওই যুবক। এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। সূত্রের খবর, যুবকের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement
bangaon
অভিযুক্ত হালিমা বিবি

[আরও পড়ুন: মোদির ‘পোশাক’ মন্তব্যের জবাব, লুঙ্গি পরে CAA বিরোধী মিছিলে হাঁটার আহ্বান বিধায়কের]

শাহাজাহানের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর ধরে শাহজাহান মালয়েশিয়া কাজ করে। সেই সময় থেকেই হালিমার সঙ্গে সম্পর্ক ছিল শাহাজাহানের। হালিমা ওই যুবকের থেকে প্রচুর টাকাও নিয়েছিল ধার হিসেবে। শনিবার সেই টাকা চাইতে যায় যুবক। তখনই তাঁকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আক্রান্তের মায়ের কথায়, “আমার ছেলেকে ফাঁসিয়ে প্রচুর টাকা নিয়েছে হালিমা। টাকা চাইতে ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করল।” গোপালনগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। চলছে তদন্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement