Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

মুর্শিদাবাদের ভোটার আনসারুল্লা বাংলার সদস্য শাব!

কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে শাবকে।

A voter of Murshidabad arrested from Kerala
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 22, 2024 9:23 pm
  • Updated:December 22, 2024 9:26 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: আদতে বাংলাদেশের নাগরিক। কিন্তু ১০ বছর ধরে মুর্শিদাবাদের ভোটার আনসারুল্লা বাংলার সদস্য শাব শেখ। সেখানেই ইসলামি পোশাকের ব্যবসা করত সে। কিন্তু পরিবার-প্রতিবেশী কেউ ঘুনাক্ষরেও টের পায়নি যে জঙ্গিযোগ রয়েছে শাবের।

সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে জানা যায়। তাঁদের জেরা করতেই উঠে আসে শাব শেখের কথা। কেরল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বাংলাদেশের খিদিরপুরের কেদারতলার বাসিন্দা শাব। আগে আত্মীয়দের সঙ্গে দেখা করতে প্রায়ই হরিহরপাড়া আসত সে। কিন্তু পরবর্তীতে পাকাপাকিভাবে চলে আসে। বাংলার ভোটারও হয় সে। শুরু করে বিভিন্নরকম ব্যবসা। তবে এর আড়ালে যে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক ছিল, তা প্রকাশ্যে আসতেই হতবাক পরিবারের সদস্যরাই। এদিকে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কীভাবে বাংলার ভোটার হলেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিনের ব্যবধানে বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। জম্মু-কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দা জাভেদকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, কাশ্মীরি শাল বিক্রেতা জামাইবাবুর হাত ধরেই একাধিকবার বাংলায় এসেছেল সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement