শান্তনু কর,জলপাইগুড়ি: আচমকা ট্রেনের কাপলিং খুলে আলাদা হয়ে গেল একাধিক কামরা। তবে কোনওক্রমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ধুপগুড়ি-গুয়াহাটিগামী মালগাড়ি। দীর্ঘক্ষণের জন্য থমকে গেল ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
কিছুদিন আগেই করমণ্ডল দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গিয়েছে বহু যাত্রীর। সেই স্মৃতি এখনও টাকটা। এই পরিস্থিতিতে ফের দুর্ঘটনা। এবার কাপলিং খুলে আলাদা হয়ে গেল চলন্ত মালগাড়ির একাধিক কামরা। জানা গিয়েছে, মালগাড়িটি ধুপগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছিল। খোলাইগ্রাম স্টেশনের কাছে ঘটে বিপত্তি। আচমকা বিকট শব্দ। কাপলিং খুলে আলাদা হয়ে যায় গার্ডের কামরা সহ-১০ টি কামরা। দাঁড়িয়ে পড়ে ট্রেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। শুরু হয় মেরামতির কাজ। প্রায় ৪০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এরপর রেলের তাৎপরতায় বগিগুলিকে পুনরায় জুড়ে লাইন ক্লিয়ার করা হয়। তবে কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান। তবে প্রথমে বুঝতে পারেননি কী ঘটেছে। এরপর দেখতে পান, মালগাড়ির কামরা আলাদা হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই খানিকটা আতঙ্কে এলাকার বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.