রাজা দাস, বালুরঘাট: বয়স মাত্র ছয়। এরই মধ্যে ইংরেজিতে স্বামী বিবেকানন্দের ৫০ টি বানী বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩-এ নাম তুলে ফেলল ছোট্ট অরিজিৎ। আগামীতে এশিয়া বুক অফ রেকর্ডসের দিকেই এগোচ্ছে সে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নীলডাঙার বাসিন্দা পেশায় ব্যবসায়ী আনন্দ পাল। আনন্দবাবু ও অপর্ণার ছোট ছেলে অরিজিৎ। স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ইউ কেজিতে পড়ে সে। খুব ছোট থেকে বিভিন্ন বিষয়ে আগ্রহী সে। পড়াশোনার পাশাপাশি ছেলের অন্য বিষয়ে আগ্রহ দেখে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন পাল দম্পতি। এরপর ইউটিউব ঘেঁটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য ছেলেকে প্রস্তুত করেন তাঁরা। স্বামী বিবেকানন্দর ৫০ টি বানী, ৫০ টি কবিতা, ২৯ রাজ্য ও তার রাজধানীর নাম, ২০০ টি সাধারণ জ্ঞান-সহ মোট পাঁচ বিষয়ে ভিডিও রেকর্ড করা হয়। সেটি ৭ জুলাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানো হয়। সেখান থেকে স্বামী বিবেকানন্দর ৫০ টি ইংরেজি বানীকে সিলেক্ট করা হয়।
দিন দুয়েক আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র, মেডেল, বই এসে পৌঁছয় অরিজিতের কাছে। খুশির হাওয়া নীলডাঙা তথা গঙ্গারামপুরে। অরিজিতের মা অপর্ণা দেবী জানান, “স্কুলের প্রিন্সিপাল এনিয়ে আমাদের প্রথম উৎসাহ দিয়েছিলেন। প্রিন্সিপাল, গৃহশিক্ষিকার পাশাপাশি আমিও এনিয়ে লেগেছিলাম ছেলের সঙ্গে। খুব সহজেই অভিজিৎ নিজেকে তৈরি করে ফেলেছে। আগামীতে এশিয়া বুক অফ রেকর্ডসে যাতে সে নাম তুলতে পারে সেদিকেই এগোচ্ছি আমরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.