Advertisement
Advertisement
শিশু

পারিবারিক বিবাদে ৭ বছরের শিশুকে অপহরণ করে খুন, গ্রেপ্তার প্রতিবেশী

৭ আগস্ট খেলা করতে করতেই নিখোঁজ হয়ে যায় শিশুটি৷

A toddler allegedly killed by his neighbour in Howrah

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:August 9, 2019 9:20 pm
  • Updated:August 9, 2019 9:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই পরিবারের বিবাদের জেরে বছর সাতেকের শিশুকে অপহরণের পর খুনের অভিযোগ৷ দু’দিন পর উলুবেড়িয়ায় গঙ্গা থেকে উদ্ধার হল শিশুর নিথর দেহ৷ পরিবারের অভিযোগ, প্রতিবেশীরাই খুন করেছে তাকে৷ শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

হাওড়ার সাঁকরাইল থানার রাজগঞ্জের বাসিন্দা দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল৷ দু’পক্ষই তাদের খুনের হুমকিও দিয়েছিল৷ গত ৭ আগস্ট শিশু খেলা করছিল৷ বাড়ির সামনে থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে৷ সাঁকরাইল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ এদিকে, শুক্রবার উলুবেড়িয়ায় গঙ্গায় একটি শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পুলিশ৷ রাজগঞ্জের বাসিন্দা ওই শিশুর পরিবারের লোকজন মর্গে যান৷ উদ্ধার হওয়া শিশুর দেহ শনাক্ত করেন তাঁরা৷

Advertisement

[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং]

বছর সাতেকের ওই শিশুর পরিবারের দাবি, পারিবারিক বিবাদের জেরেই প্রতিবেশী তাঁদের সন্তানকে অপহরণ করে৷ এরপর খুন করা হয় খুদেকে৷ প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়৷ পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় শিশুর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল৷ তাই খুনের আগে তার উপর অত্যাচার করা হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের৷ তবে কীভাবে শিশুটি মারা গেল তার প্রকৃত কারণের জানার জন্য ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসা প্রয়োজন বলেই জানান পুলিশ আধিকারিকেরা৷

শিশুর পরিবারের তরফে প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত নিহত শিশুর এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে৷ তাকে জেরা করে গোটা ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ৷ শুধু এ রাজ্যেই নয়, এর আগেও আলিগড়েও শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনা সামনে এসেছে৷ পারিবারিক বিবাদের মাঝে কীভাবে জড়িয়ে গেল খুদে? কতটা নৃশংস হলে সামান্য অশান্তিতেই খুন করা যায় শিশুকে, এই ঘটনার পর এমনই একাধিক প্রশ্নের ভিড়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement